হংকং ছাড়তে বাধ্য হলেন নাথান ল!

|

মঙ্গলবার চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং’র উপর বিতর্কিত নিরাপত্তা আইন চাপিয়ে দেয়ার পর অঞ্চলটি ছাড়লেন সেখানকার সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক নাথান ল।

এরআগে, ২০১৪ সালে ‘আমব্রেলা প্রটেস্ট’ আন্দোলনের জন্য তিনি কারাগারে ছিলেন। তবে তিনি হংকং ছেরে গেলেও তার আন্দোলন অব্যাহত থাকবে বলে জনিয়েছেন তিনি। খবর সিএনএন’র।

বৃহস্পতিবার হংকং ত্যাগ করার প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকি থাকার প্রেক্ষিতে এখন আমি কোথায় আছি, কি অবস্থায় আছি, তা প্রকাশ করবো না।

২০১৬ সালে হংকং’র সবচেয়ে কম বয়সী আঞ্চলিক সংসদ সদস্য নির্বাচিত হন নাথান ল। তখন তিনি যুক্তি দিয়েছিলেন যে, হংকংকে অবশ্যই তার ভবিষ্যত নির্ধারণের জন্য গণভোট আয়োজন করতে হবে। হংকংকে আরেকটি চীনা শহর হতে দেয়া যাবে না।

উল্লেখ্য, ১৯৯৭ সালে চীনের কাছে হংকংয়ের সার্বভৌমত্ব হস্তান্তর করে বৃটেন। তারপর থেকে এক দেশ, দুই নীতি চুক্তির অধীনে এই ভূখন্ডের স্বায়ত্বশাসনের অধিকারের নিশ্চয়তা দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply