কুমিল্লায় নিয়মিত কোর্ট চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

|

কুমিল্লা ব্যুরো:

বিচারপ্রার্থী জনগণ ও বিজ্ঞ আইনজীবীদের স্বার্থে অবিলম্বে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে নিয়মিত কোর্ট চালু করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাধারণ আইনজীবীরা।

রবিবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়া, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট সুবীর নন্দী বাবু ও অ্যাডভোকেট আশিকুর রহমান ভূঁইয়াসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

মানববন্ধন ও সমাবেশে আইনজীবী নেতৃবৃন্দ বলেন, বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু করা হোক। ভার্চুয়াল কোর্ট ব্যবস্থায় কয়েকজন আইনজীবী কাজ করছেন। কিন্তু ৯৫ ভাগ আইনজীবী এ কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নেই। সারাদেশে ব্যাংক, বীমাসহ সকল ক্ষেত্রে সরকার প্রণোদনা দিয়েছে। আমরা চাই আইনজীবীদেরকেও সরকারের বিশেষ প্রণোদনা প্রদান করা হোক।

অনতিবিলম্বে নিয়মিত কোর্ট চালু করা এবং আইনজীবীদেরকে বিশেষ প্রনোদনা প্রদানে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply