জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের অ্যাডমিন অফিসারসহ ৭ কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুপুরে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। এ মামলায় গ্রেফতার কামরুল ইসলামের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে কিশোর আদালতে তোলা হয়।
এর আগে অভিযুক্ত ৭ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। এ সময় তাদের নির্দোষ দাবি করে রিমান্ডের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইউএইস/
Leave a reply