আগামী সপ্তাহ থেকে ভার্চুয়াল ডিভিশন হাইকোর্ট বেঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। সভায় করোনা পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়ালি আদালত পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সকল বিচারপতির অংশগ্রহণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে লজিস্টিক সাপোর্ট সাপেক্ষে হাইকোর্টের আরও বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
এর আগে গত রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, শুধু অস্বাভাবিক বা বিশেষ কোন পরিস্থিতির জন্য ভার্চুয়াল কোর্ট প্রথা অবলম্বন করা হবে। ভার্চুয়াল আদালত সুচারুভাবে পরিচালনার জন্য বিচারকদের পাশাপাশি আইনজীবীদেরকেও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে ভার্চুয়াল কোর্ট প্রথা চালু হবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ বদলিয়ে বিকল্প হিসেবে কাজ করার জন্য নয়।
Leave a reply