লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক মারা গেছেন। নিহত চিকিৎসকের নাম ডাক্তার গোলাম আম্বিয়া আদিল। তিনি উপজেলার খাতাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে রংপুর থেকে নিজ বাড়ি আদিতমারী উপজেলার খাতাপাড়া আসার পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজারে দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে তিনটার দিকে মোটর সাইকেল আরোহী ডা: এ এফ এম গোলাম আম্বিয়া (আদিল) লালমনিরহাট শহরের দিকে তার নিজ বাড়িতে ফিরছিলেন। তার মোটর সাইকেলটি আদিতমারী বুড়ির বাজার পৌঁছালে বিপরীত দিকে চলমান একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো. নুরুল আমিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ইউএইস/
Leave a reply