সীমান্তে অস্থিরতা কমলেও টহল অব্যাহত রাখার ঘোষণা ভারতের

|

সীমান্ত ইস্যুতে প্রতিবেশি রাষ্ট্রগুলোর সাথে এখনো টানাপোড়েন চলছে ভারতের। এরমাঝেই লাদাখে সামরিক টহল জারি রাখার ঘোষণা দিলো দেশটি।

গেলো সপ্তাহেই চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা ফোনালাপের মাধ্যমে ঐক্যমতে পৌঁছান। শর্ত অনুসারে, গালওয়ান উপত্যকা, পাংগং হ্রদ এবং গোগরা’র দুই কিলোমিটার এলাকা পর্যন্ত সেনা পেঁছাবে উভয়পক্ষ। কিন্তু স্যাটেলাইট ইমেজের তথ্য অনুসারে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এখনও রয়েছে চীনের ১৮৬টি সামরিক তাবু এবং ভারী সমরযান। তাই, অস্থিরতা কমলেও টহল অব্যাহত রাখার ঘোষণা মোদি প্রশাসনের।

এদিকে, অপপ্রচারের অভিযোগে নেপালে সব বেসরকারি ভারতীয় নিউজ চ্যানেল বন্ধ করেছে দেশটির ক্যাবল টেলিভিশন প্রোভাইডার। তাদের অভিযোগ, ওলি সরকারের বিরূদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে চ্যানেলগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply