প্রথম রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষার্থী ভিসানীতির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া।
বৃহস্পতিবার এক ঘোষণায় নতুন নীতিকে বেআইনি বলে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল।
বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে ফেডারেল সরকার।
এদিকে নতুন নীতির বিরোধিতা জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে চিঠি দিয়েছে ১২টি ক্রিশ্চিয়ান গ্রুপ। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মৌলিক নীতি বিরোধী এই পদক্ষেপে উপেক্ষা করা হচ্ছে অর্থনীতি ও গবেষণায় বিদেশি শিক্ষার্থীদের ভূমিকা। এর আগে বুধবার এই নীতির জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি।
সম্প্রতি অনলাইনে ক্লাস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন অভিবাসন ও কাস্টমস বিভাগ।
Leave a reply