কাকরাইলে লাজ ফার্মায় র‍্যাবের অভিযান: ৩১ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

|

রাজধানীর কাকরাইলে লাজ ফার্মায় বিপুল পরিমান বেআইনী, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ যব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসব ওষুধ বেআইনীভাবে আমদানী, মজুদ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ৭ জন কর্মকর্তাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাবের-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বোসের নেতৃত্বে এই অভিযানে জব্দ করা হয় ৩১ লাখ টাকারও বেশি মূল্যে ৮৪ ধরণের বিপুল পরিমাণ ওষুধ।

ম্যাজিস্ট্রেট পলাশ জানান, ২০১৮ সালেই মেয়াদ শেষ হয় এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, এরপর আর নবায়ন করা হয়নি। বেআইনীভাবে ব্যবসা করার মাঝেই বিক্রি করছিল লাগেজ পার্টির মাধ্যমে আনা অনুমোদনহীন ক্যান্সার ভ্যাকসিনসহ অসংখ্য ওষুধ।

তিনি বলেন, বেআইনী, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বেআইনীভাবে আমদানী, মজুদ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ৪ জন কর্মকর্তাকে ৫ লাখ করে মোট ৭ জনকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply