রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গ্রেফতার

|

রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি এবং মামলার ২নং আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেঃ কর্নেল আশিক বিল্লাহ যমুনা নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধা ৭টায় গাজীপুরের কাপাশিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে ধরতে কাজ করছে র‍্যাব। সাহেদ যেন দেশ থেকে কোনভাবেই পালিয়ে না যেতে পারে সেজন্য সীমান্তে কঠোর পাহারা বসানো হয়েছে। সীমান্তরক্ষীসহ একইসাথে কাজ করছে গোয়েন্দা বিভাগ।

এর আগে ১১ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের পাসপোর্ট জব্দ করেছে তদন্তকারী দল। এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম শিবলীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply