জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ৪ লাখ মানুষ পানিবন্দি

|

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ৪ লাখ মানুষ পানিবন্দি

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আজ সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৭ উপজেলার প্রায় ৪ লাখ মানুষ। রেল লাইনে পানি উঠায় বন্ধ হয়ে গেছে ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল।

অব্যাহত পানি বৃদ্ধির ফলে নতুন অনেকগুলো এলাকা প্লাবিত হয়েছে। সদরের মেষ্টা, কেন্দুয়া, তিতপল্ল্যা, মাদারগঞ্জের কড়ুইচুড়া, গুনারিতলা, সরিষাবাড়ির পিংনা, আওনা, কামারাবাদের নিম্নাঞ্চলসহ আরও অনেক অনেক এলাকা। সবমিলিয়ে জেলার ৭ উপজেলার ৪০ টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এ অবস্থায় দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলে অভিযোগ দুর্গতদের।

এদিকে দেওয়ানগঞ্জ স্টেশন এলাকায় রেল লাইনে পানি উঠায় গতকাল রাত থেকে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দুটি ইসলামপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply