সুনামগঞ্জে সুরমার পা‌নি কমতে শুরু করেছে

|

সুনামগঞ্জে সুরমার পা‌নি কমতে শুরু করেছে

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি:

ভারতের চেরাপু‌ঞ্জিতে বৃ‌ষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সুরমা নদীর পা‌নি দ্রুত কমতে শুরু করেছে। এতে বুধবার ষোলঘর পয়েন্টে সুরমার পা‌নি বিপৎসীমার নিচ দিয়ে প্রবা‌হিত হচ্ছে।

সুনামগঞ্জ শহরের অধিকাংশ এলাকা থেকে বন্যার পা‌নি নেমে গেছে। তবে শহরের শা‌ন্তিবাগ ও হা‌জিপাড়া, নতুনপাড়া এলাকার সড়কে এখনও পা‌নি রয়ে গেছে। জেলার প্লা‌বিত উপজেলা গুলো থেকেও পা‌নি নামতে শুরু করেছে। তবে হাওরে পা‌নি টইটুম্বুর থাকায় বন্যার পা‌নি নামছে একটু ধীর গ‌তিতে। বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের সঙ্গে দোয়ারা বাজার, তা‌হিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বি‌চ্ছিন্ন আছে।

পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সা‌বিবুর রহমান জানান, উজানে বৃ‌ষ্টিপাত না হওয়ায় প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply