উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

|

উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দেখা দিয়েছে ত্রাণ সংকট।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসাবে, এরইমধ্যে ১৬ জেলায় ঢুকে পড়েছে বানের জল। পানিবন্দি কয়েক লাখ মানুষ।

উত্তরে তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রের পর মধ্যাঞ্চলে পদ্মা-যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আগামী দুই দিনে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, শরীয়তপুর ও নারায়ণগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এরইমধ্যে ঢাকার আশপাশের অনেক এলাকা বন্যায় প্লাবিত। বিশেষত মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের নিচু এলাকায় ঢুকে পড়েছে বানের জল। জামালপুরের ৮ লাখের বেশি মানুষ পানিবন্দি।

একে করোনা দুর্যোগ, তারপর আকস্মিক বন্যা, দুয়ে মিলে অভাবনীয় দুর্ভোগে পড়েছেন বানভাসিরা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। কোরবানীর আগে গবাদি পশু নিয়ে বিপাকে অনেকেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply