কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ধরলা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা নদী এবং ব্রহ্মপুত্র নদের পানি। পানি কমলেও দীর্ঘ দিন ধরে বাড়ি ছাড়া বানভাসিরা পড়েছে চরম দুর্ভোগে। আশ্রয় কেন্দ্র গুলোতে পানি ও স্যানিটেশন সমস্যা তীব্র হয়ে উঠেছে। এছাড়াও ঘরে ঘরে দেখা দিয়েছে শুকনা খাবার, নিরাপদ পানিসহ গো-খাদ্যের সংকট।
সরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হলেও অনেক বানভাসিদের ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় অনেকে দুর্বিষহ জীবন যাপন করছে।
জেলা প্রশাসক জানান, বন্যা প্লাবিত এলাকায় শুকনো খাবার, শিশু ও গো-খাদ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়াও উপজেলাগুলোতে ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
Leave a reply