ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন অবশেষে বিয়ে করলেন। করোনাভাইরাস মহামারি আর অফিসে কাজের চাপের কারণ তিনবার তার বিয়ে পিছিয়ে যায়। এবার তিনি বিয়ে করেছেন তার প্রেমিক বো টেংবার্গকে। খবর দ্যা হিন্দু।
৫৫ বছর বয়সী বো একজন চলচ্চিত্র নির্মাতা। দক্ষিণ পূর্ব ডেনমার্কের মোন দ্বীপের মধ্যযুগীয় মেগলবাই চার্চে তিনি বিয়ে করেছেন ৪২ বছর বয়সী মেটে ফ্রেডেরিকসেনকে। ফ্রেডেরিকসেন তার ফেসবুক পেজে শেয়ার করেছেন বিয়ের ছবি।
একটি ড্যানিশ ট্যাবলয়েড জানিয়েছে, অল্প কয়েকজন অতিথি বিয়েতে আমন্ত্রিত হয়েছিলেন, ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পোল নিরাপ রাসমুসেন।
গত বছর ২৭ জুন ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ফ্রেডেরিকসেন। তিনি দ্বিতীয় নারী, যিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী হয়েছেন।
Leave a reply