কোয়ারেন্টাইনে হজ পালনে ইচ্ছুক ১০ হাজার মুসল্লি

|

কোয়ারেন্টাইনে হজ পালনে ইচ্ছুক ১০ হাজার মুসল্লি

করোনাভাইরাসের বিস্তাররোধে আজ থেকে সৌদি আরবে এক সপ্তাহ হোম কোয়ারেনটাইনে হজব্রত পালনে ইচ্ছুক ১০ হাজার মুসল্লি। এরপর, ৩ জিলহজ মক্কায় এসে আরও চারদিন কোয়ারেনটাইনে থাকতে হবে। ৮ জিলহজ বাদ ফজর মুসল্লিরা রওয়ানা হবেন মিনায়। এর মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এদিকে ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

এ বছর, করোনা মহামারির কারণে কঠোর হয়েছে স্বাস্থ্যবিধি। এর আওতায় প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, দেয়া হয়েছে প্রয়োজনীয় ভ্যাকসিন।

এদিকে, রোববার ভোর থেকেই মক্কার নির্দিষ্ট এলাকাসহ মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ। অনুমোদনহীন কেউ প্রবেশ করলে দিতে হবে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা। সীমিত আকারের হজ আয়োজনে সৌদি নাগরিকরা ছাড়াও থাকছেন দেশটিতে বসবাসরত আরও ১৬০ দেশের মুসল্লি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply