৯ দিনেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় ব্যবসায়ী আখতার হোসেন হত্যার বিচার ও প্রধান আসামি আলমগীর হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে নগরীর চাঙিনী এলাকায় মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত আখতার হোসেনের ভাই যুবলীগ নেতা শাহজালাল আলাল বলেন, নয়দিন অতিবাহিত হলেও এখনও প্রধান আসামি ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। উল্টো কাউন্সিলর আলমগীর তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে। এমন আবস্থায় পুরো পরিবার আতঙ্কে আছেন বলে জানান তিনি।

আখতার হোসেনের বড় মেয়ে শিরীন আখতার পলি তার পিতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। বলেন, আসামীদের গ্রেফতার এবং এই খুনের বিচার না হলে এলাকাবাসীও কাউন্সিলরের শোষণ থেকে নিস্তার পাবে না।

গত ১০ জুলাই শুক্রবার জুমার নামাজের পর কুমিল্লা নগরীর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী আখতার হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় কাউন্সিলর আলমগীরসহ ১০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply