কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে কথিত এক মানবাধিকার কর্মীকে ১ হাজার ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মোঃ মাহমুদুল হক শাকিল (৩৪) নামে ওই ব্যক্তি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মোস্তাক আহাম্মদের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কলাতলী ডলফিন মোড় ওয়ার্ল্ড বীচ হোটেল এন্ড রেস্তোরা এর সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মণ্ডল।
তিনি জানান, ওই যুবক নিজেকে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে বেড়াতো। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক চাঁন মিয়া বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a reply