ভারি বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

|

ফাইল ছবি

রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সকাল ৬টা ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে রাজধানীর ধানমণ্ডি, বাংলামোটর, কলাবাগান, কারওয়ান বাজার, তেজগাঁও, মৌচাক, মালিবাগসহ অনেক জায়গায় জলজট জলাবদ্ধতায় রূপ নিয়েছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

হঠাৎ বৃষ্টিতে সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। ফুটপাত পানিতে ডুবে থাকায় পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে। একইসাথে যানবাহনের সংকট থাকায় বেশি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply