লিবিয়ায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন মিশরের পার্লামেন্টের

|

লিবিয়ায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত অনুমোদন মিশরের পার্লামেন্টের

লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে মিশরের পার্লামেন্ট। দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি এর আগে লিবিয়ায় থাকা তুরস্কের সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরই সোমবার মিশরের বাইরে এই সেনা মোতায়েন পার্লামেন্টে অনুমোদিত হল। খবর আল-জাজিরা।

মিশরের জাতীয় স্বার্থ নিশ্চিতে নিজ সীমানার বাইরেও দেশটি সেনা মোতায়েন করতে পারবে বলে সম্মত হয় পার্লামেন্ট। এটি পশ্চিম ফ্রন্টের জন্য তৈরি হচ্ছে বলেও জানানো হয় সেখানে। অর্থাৎ, মিশরের পশ্চিমে থাকা প্রতিবেশি লিবিয়ার কথাই এখানে বোঝানো হয়েছে। সেখানে চলমান গৃহযুদ্ধে বিপরীত দুই পক্ষকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও মিশর। মিশরের সেনারা লিবিয়ায় প্রবেশ করলে এতদিন ধরে চলা প্রক্সিযুদ্ধ সম্মুখ যুদ্ধে রূপ নিতে পারে।

মিশরের পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট আল-সিসির সমর্থকে পূর্ন। সোমবার একটি ক্লোজ ডোর অধিবেশনের মধ্য দিয়ে লিবিয়ায় সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করে পার্লামেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply