লভ্যাংশ না দেয়ার অভিযোগে সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালকদের বিও হিসাব জব্দ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। ফলে তারা কোন ধরনের শেয়ার বিক্রি করতে পারবে না।
এছাড়া, কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে বিশেষ অডিট পরিচালনা করবে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি উভয় স্টক এক্সচেঞ্জ সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করবে। যা আগামী সপ্তাহে কমিশনে জমা দিতে বলা হয়েছে।
কোম্পানিটি গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। বিএসইসিকে জানানো হয়, বিনিয়োগকারীদের বিও হিসাবে লভ্যাংশ জমা দেয়া হয়েছে। কিন্তু অভিযোগ উঠে, অনেকে লভ্যাংশ পায়নি। এর প্রেক্ষিতে, বিএসইসি বিও হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে।
Leave a reply