প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন মহাপরিচালক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

স্বাস্থ্যখাতের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। সামনে আরও পরিবর্তন আসবে। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নতুন মহাপরিচালক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আবুল কালাম আজাদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। পদত্যাগপত্র গৃহীত হলে তার চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল হবে। তবে, নিজে পদত্যাগ করবেন কি না- এমন প্রশ্ন করা হলে কোন মন্তব্য করেননি স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে মন্ত্রীর দাবি, দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুহারও অনেক উন্নত দেশের চেয়ে কম। আর মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply