ফেসবুকে বিভিন্ন মানুষের সাথে প্রতারণার অভিযোগে ১২ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এ সময় বাংলাদেশী এক ভুয়া নারী কাস্টমস কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়।
প্রতারণা শিকার এক ভুক্তভোগীর দেয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার জানান, চক্রটি ফেসবুকে বন্ধুত্ব তৈরি করে গিফট পাঠানোর কথা বলে ফাঁদে ফেলে। এরপরই ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন পন্থায় অর্থ হাতিয়ে নেয়। চক্রটি গত দুই মাসে ৫ থেকে ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ধারণা করেছে সিআইডি।
Leave a reply