বিরোধীদের বিক্ষোভে মুখে সুর কিছুটা নরম করে এবার মার্কিনিদের ঐক্যের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেভাদার রিনো শহরের সমাবেশে ‘বিভেদ ভুলে ঐক্যের’ ডাক দেন তিনি।
সমাবেশে ২২ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, বিভক্তি যে ক্ষত তৈরি করেছে মার্কিন সমাজে তার উপশম প্রয়োজন।
অবশ্য মাত্র একদিন আগেই অ্যারিজোনার সমাবেশে বিরোধী দল এবং গণমাধ্যমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। ওইদিন সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামারও।
ট্রাম্প সুর নরম করলেও তার বর্ণবিদ্বেষী অবস্থানের প্রতিবাদে এখনো বিক্ষোভ অব্যাহত আছে অনেক রাজ্যে।
সম্প্রতি ভার্জিনিয়ায় বর্ণবাদীদের হামলায় এক বিক্ষোভকারী নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনায় বর্ণবাদী উগ্রপন্থিদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হন ট্রাম্প। উল্টো তিনি উস্কানিমূলক বক্তব্য দেয়ায় বিক্ষোভের ডাক দেয় উদারপন্থি বিভিন্ন সংগঠন।
/কিউএস
Leave a reply