উৎসবের আমেজে কক্সবাজারের মৎস্যঘাট, ধরা পড়ছে প্রচুর ইলিশ

|

কক্সবাজারের মৎস্যঘাটগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এতোদিন ঘাটে নোঙ্গর করা ফিশিং ট্রলারগুলো মধ্যরাত থেকে সাগরে যেতে শুরু করেছে। আবার কিছু কিছু ট্রলার মাছ শিকার শেষে ঘাটে ফিরে আসছে।

ফিরে আসা ট্রলারগুলো নিয়ে আসছে প্রচুর পরিমাণে ইলিশ। মাছ নিয়ে ফিরে আসা ট্রলারগুলোর হাক ডাক ও বেচাবিক্রিতে সকাল থেকে সরগরম হয়ে উঠছে কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারি ঘাট (মৎস্য অবতরণ কেন্দ্র)।

ফিরে আসা জেলেরা জানান, সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। শুধু ইলিশই নয় এর সাথে ধরা পড়ছে রূপচাঁদা, লইট্রাসহ অন্যান্য সামুদ্রিক মাছ। সাগরে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় মৎস্যজীবিদের মুখে হাসি ফুটে উঠেছে।

সেইসাথে আড়তগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। এসব মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতে প্যাকিং করতেও দেখা গেছে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম জানান, দীর্ঘ ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার পর গতকাল মধ্যরাতে জেলেরা প্রায় দু’শতাধিক বোট নিয়ে সাগরে মাছ ধরতে যায়। আজ সকালে প্রায় ৫০টি বোট মাছ নিয়ে ফিরে আসে। এরমধ্যে অন্যান্য মাছের পাশাপাশি ইলিশ মাছের সংখ্যা বেশি।

তিনি জানান, সাগরে অবরোধ থাকার কারণে মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবারে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply