ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে রাজধানীর পর এবার বন্দর নগরী চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে করোনাকালীন বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা।
চট্টগ্রামে এ কার্যক্রমের সহযোগী ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসুর সদ্য সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ।
এ ব্যাপারে সাদ বিন কাদের চৌধুরী বলেন, চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা বেড়েছে। কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী তা সাধারণ মানুষের নাগালের অনেকটা বাহিরে। তাই সাধারণ জনগণের দুর্ভোগ লাগব করতে আমরা চট্টগ্রামেও বিনামূল্য জয় বাংলা অক্সিজেন সেবা অব্যাহত রাখার চেষ্টা করছি। আমরা অতিদ্রুত এ সেবা চাহিদা অনুযায়ী দেশের সর্বত্র ছড়িয়ে দিতে চাই।
তিনি আরও জানান, গত মাসের ২৫ তারিখ থেকে আমরা রোগীদের মাঝে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করি। প্রথমদিকে রাজধানীতে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমাদের জয় বাংলা অক্সিজেন সেবার যাত্রা শুরু করি। বর্তমানে ঢাকা ২৫টি সিলিন্ডার এ সেবা দিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম নগরে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা প্রদান করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এম. তানভীরুজ্জামান নীরব, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান সাঈদ, তানভীর আলম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ এমরান আশিক।
জানা গেছে, স্বেচ্ছাসেবকদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিনামূল্যের অক্সিজেন সেবা রোগীর বাড়িতে পৌঁছিয়ে দেবেন তারা। স্বেচ্ছাসেবকদের মুঠোফোন নাম্বার-তানভীর আলম চৌধুরী (০১৭৭৪২৯৩৮৩১), হাসান সাঈদ (০১৩১৮৮৮১১৩১), কামরুল (০১৩১৯০১৮৬৭৮), এমরান আশিক (০১৮৬৬৭৪০৫৮২), এম. তাভীরুজ্জামান নীরব (০১৬২৬৮৯০৮১৫), একরামুল হক বাবলু (০১৮৫৪৮৩২৯১৭)।
Leave a reply