গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। রোববার রাতে মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, তারা সন্ত্রাসী। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি র্যাব। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ন্যাশনাল পার্ক এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। খবর পেয়ে রাতে র্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুই পক্ষের গোলাগুলিতে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a reply