যত্র তত্র যাতে কেউ ঈদের হাট না বসাতে পারে সেই জন্য কঠোর ভাবে নজরদারী করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডি লেকে মাছের পোনা ছাড়ার কার্যক্রমের উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস কোরবানির হাট প্রসঙ্গে আরো বলেন, মঙ্গলবার থেকে এজন্য ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করা হবে। ইজারাদাররা শর্ত না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন।
এসময় শহরের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড চরম ভাবে ব্যার্থ হয়েছে, সামান্য বৃটিতেই সড়ক গুলো পুরো তলিয়ে যায়, আমরা উদ্বিগ্ন। এই সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য সিটি করপোরেশনের কাছে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
Leave a reply