কাশ্মিরের পান্ডু সেক্টরের নিকট একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। খবর পাকিস্তান অবজারভার’র।
পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তান অবজারভার জানায়, রোববার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ২০০ মিটার অভ্যন্তরে প্রবেশ করলে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
পাকিস্তান আইএসপিআর জানায়, এটি নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ১০টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।
এরআগে, গত ২৮ জুন একটি ড্রোন নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানের ৮৫০ মিটার ভেতরে ঢুকে পরেছিল। এ মাসের শুরুতেই কাঞ্জার সেক্টরে ৫০০ মিটার ভেতেরে ঢুকে পড়ায় আরেকটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়।
Leave a reply