যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রণোদনার আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। তিনি বলেন, অশ্বেতাঙ্গদের ব্যবসা আর আবাসনের জন্য বরাদ্দ হবে বিপুল পরিমাণ অর্থ। নিজ শহর উইলমিংটনে দেয়া বক্তব্যে এ অঙ্গীকার করেন তিনি। তবে বরাদ্দের পরিমাণ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।
করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ডেমোক্র্যাটদের পরিকল্পনার চতুর্থ ও সবশেষ ধাপগুলো তুলে ধরেন বাইডেন। উৎপাদন খাত, পরিবেশ বান্ধব জ্বালানি ও শিশু সুরক্ষায় নজর দেয়ার কথাও জানান।
একই সাথে, দেশ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ বলে আবারও সমালোচনা করেন তিনি।
Leave a reply