লেবানন সীমান্তে বাড়ছে উত্তেজনা, ইসরাইলের শক্তিবৃদ্ধি

|

ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েই চলছে। সোমবারের সংঘর্ষের পর থেকে অধিকৃত গোলান মালভূমিতে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ইসরাইল।

আরব নিউজের খবরে বলা হয়, এই অবস্থায় মনে হচ্ছে ইসরাইল প্রতিবেশী দেশটিতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলা করছে।

সোমবার ইসরাইল-লেবানন সীমান্তে সংঘর্ষের পর নেতানিয়াহু এ হুশিয়ারি উচ্চারণ করেন। তবে লেবাননের ওই শিয়া সংগঠনটি সীমান্তে সংঘর্ষের জন্য ইসরাইলকে দায়ী করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভূখণ্ডে ঢুকে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে. এ জন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে। আমরা তাৎক্ষণিক কোনো সংঘর্ষে না জড়ালেও খুব শিগগির এর দাঁতভাঙা জবাব দেব।

গত ২০ জুলাই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আলী কামেল মোহসেন জাওয়াদ নামে এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করে ইসরাইল। এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সোমবার ইসরাইলে ঢুকে দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালায় হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা। এর পর থেকেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ইসরাইল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply