চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিক্সা চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছে। আজ দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের কাকৈরতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার চরকান্দিয়া এলাকার গুনধর চক্রবর্তী (৭০), নোয়াখালীর চর আমান উল্লাপুর এলাকার হরিচন্দ (৫৫) ও অটোচালক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর এলাকার মনির হোসেন (৩০)।
পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিক্সাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে কাকৈরতলা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা চালকসহ ৩ যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। বাস ও অটোরিক্সাটি পুলিশ হেফাজতে রয়েছে।
ইউএইস/
Leave a reply