প্রতিটি ওয়ার্ডে একটি করে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র করা হচ্ছে। এরপর সড়কে আর কোনো বর্জ্যের কন্টেইনার থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার সকালে নগর ভবনে সিটি করপোরেশনের বাজেট ঘোষণা করেন মেয়র। ২০২০-২০২১ অর্থ বছরের জন্য বাজেট ধরা হয়েছে ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকা।
গেলো বছর মশক নিধনে দুর্নীতি, গাফিলতি ছিলো উল্লেখ করে মেয়র বলেন, এ বছর ডেঙ্গু আর চিকুনগুনিয়ায় ঢাকাবাসীকে কষ্ট পেতে হবে না। পূর্ণ দায়িত্ব নিয়ে ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাসও দিয়েছেন তিনি।
Leave a reply