দশ হাজার ডলার জমিয়েছিলেন পবিত্র হজ পালনের জন্য। কিন্তু করোনার কারণে আর যাওয়া হয়নি। তাইতো জমানো টাকাগুলো গরিবদের বিলিয়ে দিলেন ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের আরিফ শাহ দম্পতি।
আরব নিউজের খবরে বলা হয়, হজ পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন এ বছরেই। স্ত্রী-সন্তানসহ হজ পালনের অনুমতি পেয়ে খুশি হয়েছিলেন তারা। কিন্তু করোনার জন্য সৌদি সরকার এ বছর বাইরের কোনো দেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি।
তাই হজের জন্য জমানো সব টাকা গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন আরিফ শাহ দম্পতি। আরিফ শাহ (৪৮) বলেন, এ বছর আল্লাহ আমাদের জন্য হজ নসিব করেননি। তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করছি।
Leave a reply