পানি বৃদ্ধিতে গোপালগঞ্জের ১০ গ্রাম প্লাবিত

|

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। বন্যার আশঙ্কা করছেন জেলার বিভিন্ন এলাকার গ্রামবাসী। পানি বৃদ্ধিতে ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

ইতোমধ্যে সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার অন্তত ৫ ইউনিয়নের ১০ গ্রামের নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে। সেইসাথে রাস্তা-ঘাটও তলিয়ে গেছে এসব এলাকার। সদর উপজেলার উলপুর ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ির লোকজন স্কুল-ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে।

জানাগেছে, সদর উপজেলার উলপুর, নিজড়া, হরিদাশপুর ইউনিয়ন, কাশিয়ানী উপজেলার সিংগা ও হাতিয়াড়া ইউনিয়নের এসব গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মধুমতি নদীর পানি বিপদ সীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতোমধ্যে দূর্গতদের সাহায্যের জন্য দেড়শো মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply