গোয়েন্দাবৃত্তি করার সময় সৌদি আরবের সীমান্তবর্তী হারাদ জেলার আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়ামেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ইয়েমেনের সা’দা প্রদেশে সেনাবাহিনী ও গণবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলির আঘাতে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত হয়েছে কয়েক দিন আগেই। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী মাঝে মধ্যেই শত্রুর এ ধরণের ড্রোন ভূপাতিত করে থাকে।
বলা হয়, ইয়েমেনে নিজেদের অনুগত সরকার বসাতে ২০১৫ সালের মার্চ থেকে সেদেশে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। তাদের আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। -পার্স টুডে
Leave a reply