ভারত অধিকৃতি কাশ্মিরের স্বাধীনকতাকামী সংগঠন অল পার্টিস হুররিয়াত কনফারেন্স’র প্রধান সাইয়েদ আলী গিলানীকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পদক ‘নিশান ই পাকিস্তান’র জন্য মনোনীত করেছে পাক সংসদ। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।
সোমবার (২৭ জুলাই) দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিতে এ প্রস্তাব পাশ করা হয়। সেইসাথে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিশ্ববিদ্যালয়ের নামও তার নামে নামকরণ করার প্রস্তাব দেয়া হয়।
এছাড়াও পাকিস্তানের স্কুলগুলোতে তার জীবনি পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতেও বলা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
কাশ্মিরের স্বাধীনতা আন্দোলন ও পাকিস্তানের সাথে সুসম্পর্কের কারণে ভারত সরকারের কড়া নজরদারিতে আছেন এই নেতা। কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে এটিকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করার পরই তাকে গৃহবন্দি করে ভারত সরকার।
Leave a reply