মালয়েশিয়ায় থাকা অবৈধদের দেশে ফেরার সুযোগ

|

আহমাদুল কবির, মালয়েশিয়া
মালয়েশিয়ায় থাক অবৈধদের দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে সরকার। দেশটিতে এখন ও দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বসবাস করছেন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরী খাইরুল দাযায়মি দাউদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, মালয়েশিয়ায় যারা ১ বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন তাদের ইমিগ্রেশনে ১ হাজার রিংগিত, আর যারা ১ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তাদের ইমিগ্রেশনে ৩ হাজার রিংগিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।

এক্ষেত্রে উপরোক্ত জরিমানা প্রদান করে স্পেশাল পাস সংগ্রহ করতে হবে। এসপি নেয়ার সময় অবশ্যতাই কনফার্রম উড়ো জাহাজের টিকিট দেখাতে হবে। তারপর কোভিড -১৯ পরীক্ষা সনদ নিয়ে দেশ ছাড়তে পারবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply