জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩৫৬ জন

|

জুলাইয়ে দেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৫৬ জন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৩৫ শিশু রয়েছে।

এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। আর ঢাকা বিভাগে দুর্ঘটনা সবচেয়ে বেশি। এছাড়া একই সময়ে ১৬টি নৌদুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২১ জন নিখোঁজ হয়েছেন। এর বাইরে ৪টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সড়ক নিরাপত্তাবিষয়ক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, এসব দুর্ঘটনায় ট্রাকযাত্রী ১৮ জন, বাসযাত্রী ১৪ জন, পিকআপযাত্রী ৯ জন, কাভার্ডভ্যানযাত্রী ৪ জন, মাইক্রোবাসযাত্রী ৫ জন, প্রাইভেট কারযাত্রী ২৩ জন, অ্যাম্বুলেন্সযাত্রী ৩ জন, ট্রলিযাত্রী ৬ জন, লরিযাত্রী ২ জন, সিএনজিযাত্রী ২২ জন, ইজিবাইক-অটোরিকশাযাত্রী ২০ জন, নসিমন-করিমনযাত্রী ১৩ জন, ভটভটি-আলমসাধু-মাহেন্দ্রযাত্রী ৯ জন, রিকশা ও রিকশাভ্যানযাত্রী ১১ জন, লেগুনাযাত্রী ৭ জন, টমটমযাত্রী ১ জন, পাওয়ার ট্রলারে ২ জন ও বাইসাইকেল আরোহী ৫ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে শিক্ষক ৭ জন, চিকিৎসক (ঢাকা মেডিকেল) ১ জন, সেনা সদস্য ১ জন, পুলিশ সদস্য ৪ জন, রেলওয়ে পুলিশ ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট ১ জন, স্বাস্থ্যকর্মী ২ জন, সাংবাদিক ৩ জন, এনজিও কর্মকর্তা-কর্মচারী ৭ জন, ইউনিয়ন পরিষদ মেম্বার ১ জন, স্থানীয় রাজনৈতিক নেতা ৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ১ জন, সরকারি চাকরিজীবী ৮ জন, স্থানীয় ব্যবসায়ী ২১ জন, পোশাক শ্রমিক ১৩ জন, পাটকল শ্রমিক ১ জন, চা শ্রমিক ১ জন, প্রবাসী শ্রমিক ২ জন ও শিক্ষার্থী রয়েছেন ৩৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply