লেবাননের বৈরুত বন্দরে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। এ ঘটনায় জারিকৃত দু’সপ্তাহের জরুরি অবস্থা কার্যকর হয়েছে। তদন্ত চলাকালীন গৃহবন্দী করা হয়েছে বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তাকে।
কাস্টমস বিভাগের প্রধান বদ্রি দাহেরের দাবি, মজুদকৃত যে রাসায়নিক থেকে এ বিস্ফোরণ, তা সরানোর নির্দেশ দিয়েছিলো তার সংস্থা। কিন্তু এ নির্দেশ মানেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে বুধবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে লেবানিজ প্রেসিডেন্ট মাইকেল অন বলেন, কোনো শব্দ বা ভাষায় এ দুর্ঘটনার ভয়াবহতা ব্যাখ্যা করা সম্ভব নয় মানুষের পক্ষে।
ব্রিটিশ গবেষকরা বলছেন, ইতিহাসের ভয়াবহতম অ-পারমাণবিক বিস্ফোরণ এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ফেলা আণবিক বোমার ১০ ভাগের এক ভাগ শক্তিতে বিস্ফোরিত হয়েছে মজুদকৃত ২৭শ’ ৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট।
Leave a reply