ট্রাম্পের করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক ও টুইটার

|

ট্রাম্পের করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক ও টুইটার

করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে দিয়েছে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ।

বুধবার দুই সামাজিক যোগাযোগ মাধ্যমেই ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারের একটি অংশের ভিডিও ক্লিপ পোস্ট করেন ট্রাম্প। যেখানে দাবি করেন, শিশুদের করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা প্রায় শতভাগ।

ফেসবুক মুখপাত্র জানান, মহামারির সময় অত্যন্ত ক্ষতিকর এ ধরণের ভুল তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমটির নীতিমালা বিরোধী হওয়ায় দ্রুত সরিয়ে নেয়া হয়েছে তা। একই পদক্ষেপ নিয়েছে টুইটারও।

এছাড়া ‘টিম ট্রাম্প’ নামের টুইটার অ্যাকাউন্ট জব্দও করেছে কর্তৃপক্ষ। এর আগে মার্কিন স্বাস্থ্যবিভাগ স্পষ্ট জানিয়েছে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত নয় শিশুরাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply