ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ছুঁই ছুঁই

|

ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ছুঁই ছুঁই

করোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিলে মৃত্যুর সংখ্যা লাখের আরও কাছে চলে এসেছে। আর আড়াই হাজারের মতো মৃত্যু হলেও সংখ্যাটি ছয় সংখ্যার ঘরে পৌঁছাবে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৯৭ হাজার ৪১৮ জনে দাঁড়িয়েছে। বৈশ্বিক মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে আছে লাতিন আমেরিকার দেশটি।

২১ কোটি ২০ লাখের জনগণের দেশটিতে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ফেব্রুয়ারিতে। সেখান থেকে মৃত্যুর সংখ্যা লাখে পৌঁছাতে সময় লাগছে পাঁচ মাস সময় লাগছে। মৃত্যুর মতো আক্রান্তের তালিকায়ও বৈশ্বিক তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ২৮ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসে ব্রাজিল পর্যুদস্ত হয়ে পড়লেও তাতে গুরুত্ব নেই দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার দৃষ্টিতে করোনা সামান্য ফ্লু জাতীয় রোগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply