গতকাল চার জনের পর আজ (৬ আগস্ট) আরও সাত জন জাতীয় দলের ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। আজ দ্বিতীয় দফায় ১২ ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে ৭ জনের ফলাফল এসেছে পজেটিভ। ২৪ ফুটবলারের মধ্যে ১১ জনই করোনা আক্রান্ত হলেন।
আজ করোনায় আক্রান্ত হয়েছেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার রবিউল হাসান, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ঢাকা আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল, একই দলের মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা।
গতকাল আক্রান্ত হয়েছিলেন বসুন্ধরা কিংস ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ পুলিশ এফসির ফরোয়ার্ড এম এস বাবলু, একই দলের মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল ও উত্তর বারিধারা ক্লাবের ফরোয়ার্ড সুমন রেজা। শেষের তিনজনই প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে গাজীপুরের সারাহ রিসোর্টে অনুশীলন শুরুর আগে বড় ধাক্কা খেল জাতীয় দল। করোনায় আক্রান্ত ১১ ফুটবলার ছাড়া বাকি ১৩ জন অনুশীলন ক্যাম্পে উঠেছেন।
অনুশীলন ক্যাম্প শুরু করাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে কোচ জেমি ডে’র জন্য। আগামীকাল করোনা পরীক্ষা করা হবে আরও ৭ ফুটবলারের।
ইউএইস/
Leave a reply