শিল্প ও সেবা খাতের ঋণের শর্ত শিথিল

|

বড় শিল্প ও সেবা খাতের প্রণোদনা প্যাকেজের ঋণের শর্ত, আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। করোনার ধাক্কা সামলে নিতে, বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। প্যাকেজের আওতায়, চার মাসে ঋণ অনুমোদন হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের ৩ আগস্ট পর্যন্ত এ প্যাকেজের মেয়াদ থাকবে। এ সময়ের মধ্যে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ এবং পরিশোধ করতে হবে। গ্রাহকের তথ্য-উপাত্ত জমা দেয়ার ক্ষেত্রেও ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করোনার প্রভাব মোকাবেলায়, বড় শিল্প ও সেবা খাতে, কম সুদে ও সহজ শর্তে চলতি মূলধনের জোগান দিতে, ১২ এপ্রিল ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা আসে। এর আওতায় উদ্যোক্তারা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। এ ঋণের মোট সুদের হার হবে ৯ শতাংশ। বাকি সাড়ে ৪ শতাংশ ভর্তুকি হিসাবে দেবে সরকার। প্যাকেজের আওতায় ঋণ দিতে, গেল ২৩ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply