গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কয়েদি নিখোঁজের ঘটনায় তাৎক্ষণিকভাবে ১২ জনের বিরুদ্ধে গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ। প্রধান কারারক্ষীসহ ৬ জনকে সাময়িক বরখাস্ত এবং আরও ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কারা অধিদপ্তর।
এই ঘটনায় সকালে কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় নিয়মমাফিক বন্দি গণনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বকর সিদ্দিককে পাওয়া যায়নি। পরে কারাগারের ৬টি ভবনে তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি।
সিনিয়র জেল সুপার জাহানারা বেগম জানান, আবু বকরের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। ২০১১ সালে রাজশাহী কারাগার থেকে কাশিমপুরে নেয়া হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবু বকরকে। পরে আপিলে তার সাজা কমিয়ে যাবজ্জীবন করেন উচ্চ আদালত। রং করার কাজে ব্যবহৃত মই দিয়ে সে কারাগার থেকে পালিয়ে যেতে পারে বলে ধারণা করছেন সিনিয়র জেল সুপার।
এর আগে, ২০১৫ সালে একবার পালানোর চেষ্টা করে আবু বকর।
Leave a reply