রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনার পর ডিএমপি মিরপুর বিভাগ, পল্লবী জোন ও পল্লবী থানা পুলিশে পূর্ন রদবদল করা হয়েছে।
এতে ডিএমপির মিরপুর বিভাগের ডিসি, এডিসি, এসি ও পল্লবী থানার ওসি, পরিদর্শক(তদন্ত), পরিদর্শক(অপারেশন)কে বদলী করা হয়।
শনিবার পৃথক কার্যালয় আদেশের মাধ্যমে এ বদলী আদেশ দেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।
এক আদেশে আ স ম মাহাতাব উদ্দিন- উপ-পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সুপ্রীম কোর্ট এন্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি) কে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ)-এ বদলী পূর্বক তদস্থলে মোস্তাক আহমেদ- উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) কে দায়িত্ব দেয়া হয়েছে। মোঃ মিজানুর রহমান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোন) মিরপুর বিভাগ-কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস বিভাগ) ডিএমপি-তে বদলী পূর্বক মোঃ আরিফুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস-১) ডিএমপি-কে তদস্থলে দায়িত্ব দেয়া হয়েছে। মোঃ ফিরোজ কাউছার সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) মিরপুর বিভাগ-কে সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস) ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগে বদলী পূর্বক মোঃ শহাক কামাল সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস) ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগ-কে তদস্থলে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্য এক আদেশে মোঃ নজরুল ইসলাম- অফিসার ইনচার্জ,পল্লবী থানা-কে প্রসিকিউশন বিভাগে বদলী পূর্বক কাজী ওয়াজেদ- অফিসার ইনচার্জ, সূত্রাপুর থানা-কে তদস্থলে দায়িত্ব দেয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল মাবুদ- নিরস্ত্র পুলিশ পরিদর্শক পল্লবী থানা-কে গোয়েন্দা-লালবাগ,ডিএমপিতে বদলী পূর্বক আবু সাইদ আল মামুন- নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর,ডিএমপি-কে তদস্থলে দায়িত্ব দেয়া হয়েছে। মোহাম্মদ এমরানুল ইসলাম- নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) পল্লবী থানা-কে গোয়েন্দা-ওয়ারী, ডিএমপিতে বদলী পূর্বক মোঃ ইয়ামিন কবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক (কাউন্টার টেররিজম বিভাগ, ডিএমপি) কে তদস্থলে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই (বুধবার) পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে একটি বোমা বিস্ফোরিত হয়ে চার পুলিশসহ পাঁচ জন আহত হয়।
Leave a reply