হংকংয়ের গণতন্ত্রপন্থি ধনকুবের জিমি লাইকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তার বিরূদ্ধে অভিযোগ রয়েছে বিদেশীদের সাথে আঁতাত।
চীনবিরোধী আন্দোলনের সরব সমর্থক, ব্রিটিশ নাগরিকত্বধারী ৭১ বছরের লাই। প্রশাসনের অনুমতি ছাড়া সভা-সমাবেশ এবং হুমকি দেয়ার অভিযোগে ফেব্রুয়ারিতেও আটক হন তিনি। পরে জামিনে ছাড়া পান।
জানা গেছে, তার সংবাদভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সট ডিজিটালে’র কার্যালয়েও ঢুকেছে পুলিশ। সোমবার কমপক্ষে ৭ জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে হংকং।
জুনে পাস হওয়া জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ৩ দফা অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে হাই-প্রোফাইল নেতা লাই।
Leave a reply