১২ দিন পর শিমুলিয়া ৩নং ফেরি ঘাট চালু

|

১২ দিন পর শিমুলিয়া ৩নং ফেরি ঘাট চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পদ্মার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের শিমুলিয়া ৩নং রো-রো ফেরি ঘাট ১২ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় তার কার্যক্রম শুরু করেছে। সোমবার বেলা ১১ টায় ৩নং ঘাট থেকে এনায়েতপুরি নামক রো
রো ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ট্রাফিক পরিদর্শক হেলাল উদ্দিন, গত ২৮ জুলাই (মঙ্গলবার) শিমুলিয়া প্রান্তের ৩নং রো রো ফেরি ঘাটের এপ্রোচ সড়কসহ কিছু এলাকা নদীতে তলিয়ে যায়। এরপর থেকেই
বন্ধ হয়ে যায় রো রো ঘাটটি। প্রায় দুই সপ্তাহ পর আজ ঘাটটি চালু করা হয়। ঘাটে ছোট বড় মিলিয়ে ৮টি ফেরি রয়েছে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য।

তিনি আরও জানান, স্রোতের কারণে ফেরিগুলোতে যাতায়াতে সময় লাগছে দিগুণ। পাশাপাশি ফেরিগুলো কম লোড নিয়ে যাতায়াত করলেও ঘাটে তেমন যানবাহনের চাপ নেই। কিছু ট্রাক রয়েছে, যা সিরিয়াল মোতাবেক পারাপার করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply