দ্বিতীয় দিনের মত সাবেক ডিজি আবুল কালাম আজাদকে দুদকে জিজ্ঞাসাবাদ

|

করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার বিষয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চুক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদকে।

দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লার নেতৃত্বে একটি অনুসন্ধান দল সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

অভিযোগে বলা হয়েছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও অন্যান্যরা জনসাধারণের সঙ্গে করোনা সনদ দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা অর্জন করেছে। এই অভিযোগের তদন্তের অংশ হিসেবে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১২ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালককে প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply