বশেমুরবিপ্রবি’র চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের ৩৪টি উদ্ধার

|

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি'তে ৯১ টি কম্পিউটার চুরি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের ৩৪টি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালির একটি হোটেল থেকে এগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ৩ বছরে ২ শতাধিক কম্পিউটার চুরি হলো।

বৃহস্পতিবার সকালে ভিসি ডক্টর মো. শাহাজাহান চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর চুরির বিষয়টি জানা যায়। খোয়া গেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৪৯টি কম্পিউটার। গ্রন্থাগারের পেছনের দিকের জানালা ভেঙে কে বা কারা কম্পিউটারগুলো চুরি করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply