বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি আরও ৬ হাজার ১শ’ মানুষের

|

বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি আরও ৬ হাজার ১শ' মানুষের

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৬ হাজার ১শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ১০ লাখের বেশি। মোট মৃত্যু সাড়ে সাত লাখের ওপর।

এদিকে দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড নাইনটিনে প্রাণ গেছে ১২শ’ ২১ জনের। নতুন সংক্রমণ সাড়ে ৫৩ হাজারেরও বেশি। কাছাকাছি মৃত্যু হয়েছে ব্রাজিলেও। বৃহস্পতিবার প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছে ১২শ’ মানুষ।

এদিন সংক্রমণের শীর্ষে ছিল ভারত। ৬৪ হাজারেরও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণহানিও হাজারের ওপর। কোভিড নাইনটিনে মেক্সিকোয় একদিনে প্রাণ গেছে ৭৩৭ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply